যন্ত্রের সাহায্যে অনেক কিছুই পরিমাপ করা যায়। এবার মার্কিন গবেষকেরা উদ্ভাবন করেছেন কাজের প্রতি মনোযোগের মাত্রা নির্ণয়ের একটি বিশেষ যন্ত্র। এটি আলো ব্যবহারের মাধ্যমে আপনার মনের গতিবিধি ও অবস্থা সম্পর্কে তথ্য দিতে পারবে। এতে স্পষ্ট হবে আপনি বিরক্ত হয়ে আছেন, নাকি অতিরিক্ত কাজের ধকলের কারণে মনোযোগ হারাচ্ছেন। আর এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেলে আপনি কাজের লাগাম টেনে ধরতে পারবেন। ফলে নিশ্চিত হবে মনের স্বাভাবিক সুস্থতা। আর দূরপাল্লার আকাশযানে পাইলটের মস্তিষ্ককে সব সময় সজাগ রাখার কাজে...

